তেহরান (ইকনা): ব্রিটেনে নির্বাচন সমূহ না ছিল স্বচ্ছ , ন্যায্য ও পক্ষপাত শূন্য ( fair ) আর না ছিল তা (জনগণের) প্রতিনিধিত্বকারী (representative)। ভোট দেওয়ার অধিকারের জন্য হয় ভোট দাতাকে সম্পত্তির অধিকারী হতে হত অথবা ভোট দানের যোগ্যতা অর্জনের জন্য তাকে বিশেষ বিশেষ ট্যাক্স ( কর ) দিতে হত । আর সম্পত্তির অধিকারী হওয়া এবং বিশেষ বিশেষ কর দেওয়ার সামর্থ্য - এ দুই শর্ত না থাকায় অধিকাংশ খেটে খাওয়া জনগণকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল।
সংবাদ: 3472678 প্রকাশের তারিখ : 2022/10/19